GuidePedia

0
একবার এক ছাত্রকে শিক্ষক প্রশ্ন করল – অ্যাম্বুলেন্স সাদা হয় কেন ?



ছাত্রের উত্তর – অ্যাম্বুলেন্স… এ অক্সিজেন সিলিন্ডার থাকে আর অক্সিজেন একটা গ্যাস| গ্যাস রান্নার কাজে ব্যবহার হয় আর খাবার ভিটামিন এর উৎস| আমরা সূর্য থেকে ভিটামিন D পাই আর সূর্য আলো দেয়|
আলো বাল্ব থেকে আসে আর ক্রিসমাস ট্রি তে ছোট বাল্ব লাগান হয়!
ক্রিসমাস মানে গিফট আর সান্তা গিফট নিয়ে আসে…
সান্তা দক্ষিন মেরুতে থাকে আর ওইখানে মেরু ভাল্লুক থাকে!
মেরু ভাল্লুক সাদা আর এই জন্য অ্যাম্বুলেন্স ও সাদা ! ! !

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top