
খুজে ও পাবে না এমন কাউকে ।
সবাই অনেক বলতে চায়,
বলে ও অনেক ।
তাই যা বলে তার ষোল আনাই মিথ্যে থাকে ।
আমি বলি কম । হয়তো বলতে পারি না ।
তাই বলে খেলনা ভেবো না আমার ভালোবাসাটা কে ।
আমি আমি- ই,
হয়তো তোমার মনের মত নই,
তবু জানি আমাকেই খোঁজো তুমি,
বলছো, মিথ্যে কথা ? প্রশ্ন করে দেখো তোমার মন টাকে
একটি মন্তব্য পোস্ট করুন