GuidePedia

0
 মেয়েদের জন্য সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে সৌদি আরব। প্রিন্সেস নোরা বিনতে আবদুল্লাহ রাহমান ইউনিভার্সিটি (পিএনইউ) নামের এই বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ৬০,০০০ ছাত্রী পড়াশুনা করার সুযোগ পাবে।বিশ্বদ্যিালয়টির স্থাপত্য ও পঠনপাঠনের ক্ষেত্রে থাকবে বেশ কিছু জরুরি পরিকল্পনা। ছাত্রীরা যাতে আন্তর্জাতিকমানের পাঠ্যক্রমের সঙ্গে পরিচিত হতে পারে কর্তৃপক্ষের পক্ষ থেকে থাকবে সেই চেষ্টা। আর বিশ্ববিদ্যালয় চত্বর সাজানোর দায়িত্বে থাকবে পার্কিনস প্লাস উইল-র মতো প্রখ্যাত ডিজাইনার সংস্থা।


কর্তপক্ষ জানাচ্ছেন, পঠনপাঠনের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে থাকবে হাল ফ্যাশনের উদ্যান, ঝকঝকে চকচকে চেয়ার-টেবিল। ছাত্রীরা যেন খোলা পরিবেশে ক্লাস শুনতে পারে তাই তৈরি করা হয়েছে ভিজু্য়াল সেট আপও। থাকবে চিকিৎসাকেন্দ্রও।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top