GuidePedia

0
ভারি চিন্তায় পড়ে যান মা মিশেল। তার মনে হলো, এর জের অনেক দিন ভুগতে হবে বেনকে।

তাড়াতাড়ি ছেলেকে নিয়ে ডেন্টিস্টের কাছে ছুটে গেলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, ওর দাঁতের তিন ভাগের দু’ভাগ ভেঙে গিয়েছিল।


ডাক্তার ভেবেছিলেন, গোড়ার দিকটা অক্ষত আছে। তাই ওপরের ভাঙা অংশে ক্যাপ পরিয়ে দেওয়া হয়। কিন্তু ক্যাপ লাগানোর মাসখানেক পরেই খসে যাচ্ছিল।

এর পর আবারও সেই ক্যাপই পরানো হচ্ছিল এবং আবার চার কি ছয় সপ্তাহ পরেই তা খুলে পড়ে যাচ্ছিল। কিছুই বোঝা যাচ্ছিল না, এমনটা কেন হচ্ছে।

একদিন বেনের একটা দাঁতে ব্যথা শুরু হয়। দাঁতটায় ইনফেকশন হয়েছিল। ডেন্টিস্ট সতর্ক করে দেন, বেন খুব শিগগির সামনের দাঁতগুলো হারাতে যাচ্ছে।
পুরো প্রতিবেদনটি পড়ুন বুধবারের মু্দ্রিত সমকালে অথবা মুদ্রিত সমকালের ওয়েব সংস্করণে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top