GuidePedia

0
মা কি জিনিস তা আবার প্রমান করলো আমেরিকান এই মা।সন্তানের জন্য মায়ের আকুতি সব সময়ই থাকে। কিন্তু মৃত্যুপর সন্তানকে বুকে আগলে রাখার ঘটনা কখনও শোনা যায়নি। তাও একদিন দুদিন নয়, ১৮ বছর।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এক মা নিজের মৃত ছেলের মমি
কে বুকে জড়িয়ে পার করেছেন দীর্ঘ ১৮টি বছর।

ছেলে জনি বাকারাদজে ২২ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে চলে যায়। জনিও এক সন্তানের পিতা ছিলেন। তার সন্তান ২ বছর বয়সে পা দেয়ার মাত্র কয়েকদিন আগে জনির মৃত্যু হয়। তার সেই সন্তানের বয়স এখন ২০ বছর।

জনির পিতা চেয়েছিলেন তার ছেলের দেহটি মমি করে সংরক্ষণ করতে। যাতে একদিন জনির ছেলে বড় হওয়ার পর তার পিতার সঙ্গে সাক্ষাৎ করতে পারে। তার ইচ্ছাতেই সন্তানের দেহ মমি করে রাখা হয়।

মা তিসিউরি মমি করে সংরক্ষণের একটি বিশেষ ক্রীম মৃত জনির শরীরে মাখান। এরপর তিনি নিজের পদ্ধতি অনুসরণ করেন। বেশ কিছু কাপড় অ্যালকোহলে চুবিয়ে রাখার পর মৃত সন্তানের শরীরে বিশেষ পদ্ধতিতে জড়িয়ে দিয়েছিলেন। একটি অদ্ভুত স্বপ্নে তিসিউরি এ ধরনের নির্দেশনা পেয়েছিলেন বলে বর্ণনা করেন। নানাভাবে ছেলের মমির যত্ন নিয়েছেন। আর এভাবেই দেখতে দেখতে দীর্ঘ আঠারোটি বছর পার করেছেন শোকাচ্ছন্ন মা ও পরিবারের বাকি সদস্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top