
মেধার চাইতে রূপ কে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
আগে দর্শনধারী পরে গুণ বিচারী কথাটি সত্য। যে একজন মানুষের সাথে পরিচয় হলে প্রথমেই যা চোখে পরে তা হলো তার বাহ্যিক রূপ। কিন্তু প্রথম দর্শনে গুণ বিচার না হলেও পরবর্তিতে ব্যক্তির মেধা আছে কি নেই তা চোখে পড়বেই। আর সৌন্দর্যের সাথে যদি মেধা না থাকে তখন সেই সৌন্দর্যকে পুরোই অর্থহীন মনে হবে তখন।
মেধা আর সৌন্দর্য এই দুটি বিষয় নিয়ে মজার কিছু তথ্য জেনে নিন।
সৌন্দর্য তখন একটি জরুরী বিষয় যখন আপনি মডেলিং, অভিনয় অথবা এধরণের কোনো পেশায় নিয়োজিত। কিন্তু অন্য যে কোনো পেশা যেগুলো মেধা দ্বারা পরিচালিত করতে হয় সেগুলোতে সৌন্দর্যের কোনো প্রয়োজনই নেই। এমনকি মডেলিং বা অভিনয়েও মেধার প্রয়োজন।
সম্পর্কের ক্ষেত্রে সৌন্দর্য একটি বড় ভূমিকা পালন করে। অর্থাৎ গবেষণায় দেখা গেছে যে যারা সৌন্দর্যের অধিকারী তাঁরা সম্পর্কের দিক থেকে বেশি সফল।
উচ্চ শিক্ষা অর্জনের জন্য মেধা জরুরি। কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে খুব বেশি সৌন্দর্যের অধিকারীরা বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে সফল হতে পারে না। এবং দীর্ঘ মেয়াদী গবেষনার ক্ষেত্রেও সৌন্দর্যের চাইতে মেধার গুরুত্বই বেশি।
মজার বিষয় হলো রূপ বাড়ানোর যত প্রসাধনী আছে সবই মেধাকে কাজে লাগিয়েই আবিষ্কার করা হয়। সৌন্দর্য প্রেমীরা এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকলেও আসলে এগুলো সবই মেধারই দান।
সৌন্দর্যের পেছনে ছোটা অন্যায় কিছু নয়। কিন্তু নিজের যোগ্যতা বা বাড়িয়ে কেবল মাত্র সৌন্দর্যকেই প্রাধান্য দিলেই সমস্যা। কারণ এক্ষেত্রে সৌন্দর্যের কোনো মূল্য থাকে না।
বয়সের সাথে সাথে সৌন্দর্য ফিকে হয়ে যায় এক সময়। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মেধা কমে না। বরং মেধা এমন এক জিনিস যা নিয়মিত চর্চার মাধ্যমে সময়ের সাথে সাথে আরো বৃদ্ধি পায়। তাই কেবল মাত্র সৌন্দর্যের পেছনে না ছুটে মেধা অর্জনের চেষ্টা করুন। আর যদি মেধা ও সৌন্দর্যের সমন্বয় ঘটাতে পারেন তাহলে আপনি হয়ে উঠবেন অতুলনীয়। Nusrat Sharmin Liza
একটি মন্তব্য পোস্ট করুন