GuidePedia

0
 প্রেমে পড়লে পুরুষের হাঁটার গতি অনেক কমে যায়। তবে অন্য কারো সঙ্গে হাঁটার সময় নয় শুধু যে নারীর প্রেমে পড়েছেন তার সঙ্গে হাঁটতে গেলেই হাঁটার এই গতি কমে যায়। একটি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে পাওয়া যায় এই তথ্য।সিয়াটল প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ক্লারা ওয়াল-শেফলারের নেতৃত্বে এই গবেষণায় গবেষকেরা ২২ জন পুরুষের স্বাভাবিক হাঁটার গতি মাপেন। তারপরে গবেষকেরা ওই পুরুষদের হাঁটার গতি মাপেন যখন তারা তাদের অন্য কোনো পুরুষ বা নারী বন্ধুর সঙ্গে থাকেন।

ফলাফলে দেখা যায় যে প্রায় সব পুরুষই যখন তাদের বিশেষ নারী সঙ্গীটির সাথে সময় কাটান, তখন তাদের হাঁটার গতি অন্তত সাত শতাংশ কমে যায়। কিন্তু অন্য কোনো মেয়ে বন্ধু বা পুরুষ বন্ধুর সাথে হাঁটার সময়ে তিনি তার হাঁটার গতি স্বাভাবিকের থেকে মোটেই কমান না।

প্লস ওয়ান জার্নালে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে গবেষকেরা জানিয়েছেন যে, নারী ও পুরুষের একসঙ্গে হাঁটার সময় ভারসাম্য রাখার জন্য কাউকে না কাউকে হাঁটার গতি
হয় বাড়াতে কিংবা কমাতে হয়। সাধারণত পুরুষেরাই এক্ষেত্রে কিছুটা আত্মত্যাগ করেন। তাই পুরুষদের হাঁটার গতি নারীদের চাইতে কিছুটা বেশি হওয়ায় তারা গতি কমিয়ে নারীসঙ্গীর সাথে তাল মিলিয়ে হাঁটেন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top