GuidePedia

0
ঘড়ির টিক টিক শব্দে আমাদের জীবনের সময় ফুরিয়ে যাচ্ছে। এটা সবারই জানা। কিন্তু আমরা কোন পর্যায়ে আছি এ বিষয়ে আমাদের তেমন কোনো ধারণা নেই। সম্প্রতি ফ্রেডরিক কোলটিং নামের একজন মার্কিন নকশাবিদ আয়ু মাপার বিশেষ ধরনের একটি ঘড়ি তৈরি করেছেন। তার দাবি, এ ঘড়ি দেখেই বোঝা যাবে আয়ুর সময় আর কতটুকু আছে! তিনি ঘড়িটির নাম দিয়েছেন ‘টিককার। তিনি জানান, সময়ের সদ্ব্যবহারের লক্ষ্যেই এ ঘড়ি তৈরি করা হয়েছে।

নকশাবিদ ফ্রেডরিক জানান, ডিজিটাল এ স্মার্টওয়াচ ব্যবহারকারীদের আয়ু সম্পর্কে ধারণা দেবে। এ জন্য ব্যবহারকারীকে তাদের স্বাস্থ্য ও বয়স সংক্রান্ত তথ্য ঘড়িতে দিয়ে রাখতে হবে। তখন ঘড়িতে নির্দিষ্ট ঘণ্টা, মিনিট, সেকেন্ডের হিসাবে আয়ুষ্কাল দেখাবে। ফ্রেডরিকসহ অন্য নকশাবিদরা বলেছেন, এ ঘড়িতে নির্ধারিত সময়ে কেউ মারা যাবেন কিনা সে বিষয়টি নিয়ে চিন্তা না করে, ব্যবহারকারীরা যাতে সময়ের অপব্যবহার না করেন এ ঘড়ি থেকে সে উৎসাহ পাবেন। জীবনের কতটুকু সময় আর বাকি আছে আর সে অনুযায়ী কী কাজ তার করণীয় তা নিয়ে ভাবতে পারবেন। ইন্টারনেট।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top