.jpg)
তোমাদের ওই ভালোবাসা ~ভালোবাসা খেলা আমি চাই না ।
কি চাও তবে ? কেউ একজন অনুভব করুক তোমায় ?
বুকের অলিন্দে চুপচাপ বসে থাকুক ? মিহি আদরের পরশ দিক ?
হুম , চাই তো !! খুব চাই ~~~~
আরে পাগল এই চাওয়া গুলিই তো ভালোবাসা !!
দিনের শেষে কোলাহলময় পথে একা একা হেঁটে যখন ঘরে ফেরো
কেউ তখন কপালের ঘামটা মুছে দিক খুব যতনে !!
এলোমেলো চুলগুলোয় সযত্নে হাত বুলিয়ে দিক। চাওতো ?
হুম, চাই তো ! খুব চাই ~
একটি মন্তব্য পোস্ট করুন