নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী গ্রামে শিশুর কপালে ‘আল্লাহ’এবং শরীরে আরো কি আরবি লেখা দেখা ফুটে উঠেছে । ইয়ামিন নামের এই শিশুটির বাবারনাম সাদ্দাম হোসেন ও মায়ের নাম আমেনা । গত ২৬ জানুয়ারি তার জন্ম|
আমেনা বেগম জানানা, ১৪ এপ্রিল রাতে ইয়ামিনের কপালে প্রথমে ‘আল্লাহ’ লেখা ওঠে পরে ২৫মে পর্যন্ত পর্যায়ক্রমে বুকে, পেটে আরো কিছু আরবি লেখা গুলো ওঠে| প্রথমে লালচে ও পরে সাদা রংয়ের লেখা গুলো দেখতে এখন স্পষ্ট । শিশুটি শান্ত প্রকৃতির| আড়াই মাস থেকে বসতে পারে । কোনো কান্নাকাটি করে না| অনেকে শিশুটিকে নগদ টাকা, পণ্য,খাবার দিতে চাইলেও শিশুর পরিবার তা গ্রহণ করছে না। আমেনা বেগম জানান, জন্মের সময় তার গায়ে এ ধরণের কোন চিহ্ন না থাকলেও ১৪ এপ্রিল রাতে ইয়ামিনের কপালে প্রথমে ‘আল্লাহু’ লেখা ফুটে ওঠে। পরে ২৫ মে পর্যন্ত পর্যায়ক্রমে ইয়ামিনের বুকে,পেটে ‘আল্লাহু, আররাহ্মানু, ইয়া রাসুলুল্লাহ ও আল্লাহু’ লেখাগুলো ফুটেওঠে।
প্রথমেকিছুটাঅস্পষ্ঠতা থাকলেও লালচে ও পরে সাদা রংয়ের লেখাগুলো দেখতে এখন একেবারেই স্পষ্ট। ইয়ামিনের মা আমেনা বেগম
সংবাদিকদের জানান, শিশুটি শান্ত প্রকৃতির। আড়াই মাস বয়স থেকে,সে একা বসতে পারে! কোনো রকম কান্নাকাটি করে না।অনেকে টাকা পয়সা দিতে চাইলেও নেয়া হচ্ছে না।পার্শ্ববর্তী মঙ্গলখালী হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোবারক হোসেন জৈনপুরী বলেন, শিশুর শরীরের
লেখাগুলো স্পষ্ট।অলৌকিকভাবে ওঠে আসা লেখাগুলো আর এই শিশুটিকে দেখার জন্য
প্রতিদিন। আশপাশের উৎসুক লোকজন ভিড় করছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শেয়ার করুন
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.