
এর আগে Patrick McConlogue দুইটি অপশন দিয়েছিলেন প্রথমটি হচ্ছে লিওকে ১০০ ডলার দেয়া হবে যা দিয়ে লিও যা ইচ্ছে করতে পারে। দ্বিতীয়টি হচ্ছে লিওকে একটি ল্যাপটপ এবং ৩টি জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং বই দেয়া হবে এবং প্রতিদিন ১ ঘন্টা করে প্রোগ্রামিং শেখানো হবে।
লিও দ্বিতীয় পন্থা বেছে নিয়েছিলেন এবং Patrick McConlogue লিওকে প্রতিদিন ১ ঘন্টা করে সময় দিয়েছিলেন। Patrick McConlogue সরাসরি তত্ত্বাবধায়নে লিও খুবি ভালো করেছে যার প্রমান হিসেবে লিও এরই মাঝে একটি মোবাইল অ্যাপ তৈরি করতে সক্ষম হয়েছে যা আবহাওয়া বিষয়ক। তবে লিও এখনও তার অ্যাপ এর বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি, অ্যাপ্লিকেশানটি উম্মুক্ত হলেই সবাই বিস্তারিত জানতে পারবেন।
এদিকে Patrick McConlogue নিজের ব্লগে লিখেছেন, প্রতিদিন আমরা রাস্তায় বাহির হলেই দেখতে পাই নানান মানুষ এদের মাঝে অনেকেই বাস্তুহীন অনেকেই নির্লিপ্ত জীবন কাটায় আবার অনেকে আছে মদ্য পান করে মাতাল অবস্থায় থাকে কিন্তু সামান্য যত্ন নিলেই এদের শিক্ষা দিলেই এরাও অনেক ভালো কিছু করতে পারে, সেই বিষয় বিবেচনা করেই আমার এই উদ্যোগ।
একটি মন্তব্য পোস্ট করুন