GuidePedia

0
বিশ্বের শ্রেষ্ঠ দশটি স্থাপত্যশিল্পের নিদর্শন১. সাগ্রাডা ফ্যামিলিয়া, বার্সেলোনা। স্পেন ১৮৮২ সালে এর নকশা করেন এন্টনি গাউডি।

২. তাজমহল, ভারত ১৬৪৮ সালে এটি তৈরি করেন শাহ জাহান।

৩. রেড স্কয়ার, রাশিয়া। ১৪৪০ সালে এটি তৈরি করা হয়।

৪. প্যালেস অফ ভারসেইলিস, ফ্রান্স। ১৬৭০ সালে এটি তৈরি করেন লুইস লি ভাউ

৫. সেন্ট পিটার বেসিলিকা, ইতালি। মিশেল এঞ্জেলো ১৬২৬ সালে এটি তৈরি করেন।

৬. গ্রেট অয়াল, চীন। ৬৪৪ খ্রিষ্টাব্দে এটি নির্মাণ করা হয়।

৭. ফাতেহপুর সিক্রি প্যালেস, ভারত। জালালুদ্দিন মুহাম্মাদ আকবর এটি ১৫৭২ সালে তৈরি করেন।

৮. আল আযহার মসজিদ, মিশর। ৯৭২ খ্রিস্টাব্দে এটি তৈরি করা হয়।

৯. ফরবিডেন সিটি, বেইজিং। ১৪২০ সালে তৈরি করা হয় এটি।

১০. সেন্ট পল ক্যাথেড্রাল, লন্ডন। ১৯৯৭ সালে এটি তৈরি করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top