গানের জগৎ থেকে অন্য এক জগতে পাড়ি দিলেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী ‘কফি হাউজের আড্ডাটা আজ আর নেই’ খ্যাত মান্না দে। বৃহস্পতিবার ৯৪ বছর বয়সে তিনি ব্যাঙালোরের একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেন।
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই….আজ আর নেই
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই….আজ আর নেই।
নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে
গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা, ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেনো ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে, পাগলা গারদে আছে রমা রয়
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই….আজ আর নেই
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই….আজ আর নেই।
নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে
গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা, ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেনো ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে, পাগলা গারদে আছে রমা রয়
একটি মন্তব্য পোস্ট করুন