
প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নির্মাতারা। কিন্তু প্রিয়াঙ্কা কোন অবস্থাতেই কঙ্গনার সঙ্গে ছবির প্রচারণার কাজে অংশ নিতে রাজি হচ্ছেন না। প্রিয়াঙ্কার এমন হঠকারী সিদ্ধান্তে বেশ বিপাকে পড়ে গেছেন ‘কৃশ-৩’ ছবির নির্মাতারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রচারণার কাজ চালাতে পারছেন না তারা। এদিকে শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা এবং কঙ্গনা নাকি আলাদা আলাদাভাবে ছবির প্রচারণা চালাবেন। উল্লেখ্য, ২০০৩ সালে নির্মিত ‘কোয়ি মিল গ্যায়া’ ছবির তৃতীয় সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘কৃশ-৩’। রাকেশ রোশন পরিচালিত সুপার হিরোনির্ভর সায়েন্স ফিকশন ঘরানার এ ছবির নাম ভূমিকায় রয়েছেন হৃতিক রোশন। অন্যান্য চরিত্রে রয়েছেন বিবেক ওবেরয়, কঙ্গনা রনাউত, প্রিয়াঙ্কা চোপড়া, আরিফ জাকারিয়া, অর্চনা পূরণ সিং, রাখি সাওয়ান্ত প্রমুখ। ‘কৃশ-৩’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রেখাকে।
একটি মন্তব্য পোস্ট করুন