GuidePedia

0
এবার নাকি সত্যি সত্যিই ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী নামের এই গ্রহটি।
world destroyedসত্যিই এবার ধ্বংস হচ্ছে পৃথিবী!


তবে, এজন্যে আপনাকে অপেক্ষা করতে হবে মাত্র ৮৬৭ বছর। নাসার বিজ্ঞানীরা বলছেন, আগামী ২৮৮০ সালের ১৬ মার্চ আমাদের এই প্রিয় পৃথিবীটি আর থাকছে না। ডিএ-১৯৫০ নামের একটি গ্রহানু আসছে পৃথিবীর শত্রু হয়ে। সেই নাকি ধ্বংস করে দেবে সব কিছু।


বিজ্ঞানীদের ধারণা, সাড়ে ৬ কোটি বছর আগে এমন একটি গ্রহানুর ধাক্কায় একবার ধ্বংস হয়ে গিয়েছিল এই পৃথিবী। ডাইনোসারদের বিলুপ্তিও ঘটেছিল নাকি তখন।


বৈজ্ঞানিক তথ্যমতে, ৪৮ হাজার মেগাটন ওজনের গ্রহানুটি পৃথিবীরদিকে এগিয়ে আসছে প্রতি সেকেন্ডে ১৫ মিটার করে। বর্তমান দূরত্ব অনুযায়ী এটি পৃথিবীর বুকে আঘাত হানতে  সময় নেবে কমপক্ষে ৮৬৭ বছর।


গ্রহানুটির অস্বিত্ব প্রথম পাওয়া যায় ১৯৫০ সালের ২৩ ফেব্রুয়ারি।  ঐ সময়ে মাত্র ১৭ দিন দৃশ্যমান ছিল গ্রহানুটি। এরপর দীর্ঘদিন তার সন্ধান মিলছিলো না। সম্প্রতি আবারো বিজ্ঞানীদের চোখে পড়েছে গ্রহানুটি। তারা বলছেন, এটির গতিপথ নিয়ন্ত্রণ করে আটলান্টিক মহাসাগরে ফেলার চেষ্টা করা হচ্ছে।


তবে আটলান্টিকে ফেলতে পারলেও এর প্রভাব থেকে মুক্তি মিলছে না পৃথিবীবাসীর। কারণ, এটি আটলান্টিক মহাসাগরে পতিত হলে ৪০০ ফুট উচ্চতার সুনামির মুখোমুখি হবে এই পৃথিবীর মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top