
করছে দেশটির নারীরা।
কলম্বিয়ার প্রত্যন্ত গ্রাম বার্বাকাওসে রাস্তা ঘাটের বেহাল দশার প্রতিবাদে যৌন হরতালের ডাক দিয়েছে নারীরা। এই কর্মসূচি অনুযায়ি যতদিন না পর্যন্ত রাস্তা ঠিক না হয় ততদিন তারা কেউ তাদের স্বামীদের যৌন মিলনে অংশ নেবে না।
বার্বাকাওসের নারীরা তাদের এই অভিনব হরতালের নাম দিয়েছে ‘ক্রসড লেগস মুভমেন্ট’। গত দুবছরের মধ্যে তারা দ্বিতীয়বারের মতো এই ধরনের হরতাল আহ্বান করলো।
বার্বাকাওসের নারীরা জানান, গ্রামের রাস্তার এতই বেহাল দশা যে, তারা খুব খারাপ অবস্থায় আছেন। গ্রাম থেকে সবচেয়ে কাছের হাসপাতালে যেতে তাদের সময় লাগে ১৪ ঘণ্টা।
তবে নারীদের এই অভিনব হরতালে কাজ হয়েছে। কর্তৃপক্ষ তাদের ডাকে সাড়া দিয়ে রাস্তা সংস্কারের পথে হাত দিচ্ছে বলে জানিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন