
বর্তমানে একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত এই মডেল তারকা। একতা কাপুরের প্রযোজনায় ‘রাগিনী এমএমএস টু’ ছবির একটি দৃশ্যে সানিকে নগ্ন হতে বলা হয়।
সানি তাতে অস্বীকৃতি জানান এবং দৃশ্যটিতে বিকিনি পরে অভিনয় করানোর জন্য নির্মাতাদের অনুরোধ করেন। পরে অবশ্য সানির কথাই মানতে হয়েছেন নির্মা
তাদের।
দৃশ্যটিতে অভিনয় করার জন্য শেষতক আর বিবসনা হতে হয়নি সানিকে। বিকিনি পরেই শুটিং করেছেন। কিন্তু দর্শকরা ছবিটিতে নগ্ন সানিকেই দেখবেন।
কারণ কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে ‘জিসম টু’ ছবি থেকে সানির নগ্নতাকে ‘রাগিনী এমএমএস টু’ ছবিতে প্রতিস্থাপন করা হয়েছে।
ভূষণ প্যাটেলের পরিচালনায় হরর থ্রিলার ‘রাগিনী এমএমএস টু’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ১৭ জানুয়ারি।
একটি মন্তব্য পোস্ট করুন