GuidePedia

0
মেহেরপুর জেলার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া রোববার মধ্য রাতের আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কয়েকটি গ্রাম। ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়েছে সড়কে। এতে রাত সাড়ে ১২টা থেকে রাত দেড়টা পর্যন্ত মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে এবং এলাকাবাসীর সহযোগিতায় গাছ অপসারণ করে। এক ঘণ্টা পর আবারো যান চলাচল স্বাভাবিক হয়। 
এ ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে চাঁদবিল গ্রাম। লণ্ডভণ্ড হয়ে গেছে ৫ শতাধিক ঘর বাড়ি। ভেঙ্গে গেছে গাছপালা। মসজিদ ঘর উপড়ে পড়েছে রাস্তার বিপরীত পাশের পুকুড়ে।
এছাড়া আকস্মিক এ ঝড়ে ১৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনিন সুলতানা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধারনা করা হচ্ছে, আকস্মিক এ ঘূর্নিঝড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top