ব্রাজিলে ৭৪ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত বিপত্মীক বৃদ্ধ একটি ছাগলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আগামী মাসেই তিনি মন্ত্র পড়ে ওই ছাগলের গলায় মালা পরাবেন। স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
অ্যাপারেসিডো ক্যাসটালডো নামের ওই বৃদ্ধ ইতিমধ্যেই বিয়ের সব প্রস্তুতি শেষ করেছেন। তবে কনের জন্য বানানো নতুন পোশাকটি কনে ছাগল খেয়ে ফেলায় আবার নতুন পোশাকের অর্ডার দেয়া হয়েছে।
আট সন্তানের জনক ক্যাসটালডো ব্রাজিলিয়ান স্থানীয় দৈনিক প্যারাইবাকে জানান, ‘যখন কেউ বলে এটা করা ঠিক হচ্ছে না, তখন আমি বলি, ওই ছাগল কথা বলবে না, শপিং করার জন্য টাকা চাইবে না আর অন্তঃসত্ত্বাও হবে না।’
ব্রাজিলের জুনদিআইয়ে নামক জায়গায় ‘ইংগ্রেসা দো দিয়াবো’ বা ‘শয়তানের গির্জায়’ ১৩ অক্টোবর এ বিয়ের অনুষ্ঠান হবে।
যাজক টম ডেভিল এ বিয়ে পড়াবেন। স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্যাসটালডো পশুপাখি পছন্দ করেন। তার আসলে একটি সঙ্গ দরকার। তবে তারা কোনো সহবাস করবে না।’
একটি মন্তব্য পোস্ট করুন