GuidePedia

0
শারিরীক উচ্চতায় বিশ্বের সবচে খাঁটো নারী। কিন্তু তার স্বপ্নের উচ্চতা অতটা নয়। বিশ্ববাসীর মুখে আলোচনায় থাকতে চান। তাই পাঁড়ি জমিয়েছেন ভারতের ২৫ ইঞ্চি উচ্চতার জ্যোতি আমগে। একটি বইয়ের প্রচারও চালাবেন তিনি। জ্যোতির ওজন মাত্র পাঁচ কেজি। স্বাভাবিক নিয়মে এই বর্ণনা হওয়া উচিত বছর দুয়েকের কোনও বাচ্চার।
কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে, তিনি ১৯ বছরের তরুণী। তার নাম রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। বাড়ি ভারতের নাগপুরে। যুক্তরাষ্ট্র সফরে জ্যোতির স্বপ্ন ছিল নিউইয়র্কের সবচেয়ে লম্বা বহুতল ভবন এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ওঠার। স্বপ্ন পূরণ করতে ৮৭ তলায় উঠলেন। শরীরবিদরা জানিয়েছেন জ্যোতির বেড়ে ওঠার আর কোনও সম্ভাবনা নেই। তবে তা নিয়ে কোনও রাগ-ক্ষোভ কিংবা সৃষ্টিকর্তার প্রতি অভিমান নেই ১৯ বছরের এই তরুণীর। জীবনটাকে হাসিখুশিতে কাটাতে চান। তার ইচ্ছা হলিউডের ছবিতে যদি একটু সুযোগ পেতেন! তিনি আকাশ ছুঁয়েছেন ইচ্ছের ডানায় ভর করে। কে বলতে পারে তার হলিউড তারকা হবার স্বপ্নটাও একদিন পূর্ণ হবে না?

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top