GuidePedia

0
এর আর্গে ‘ডার্টি পিকচার’-এর খাতিরে শরীরে বাড়তি মেদ জমিয়েছিলেন তিনি; এখন আরেকটি সিনেমার জন্য ওজন কমাতে কোমর বেঁধে নেমেছেন অভিনেত্রী বিদ্যা বালান। বিশেষ ফিল্মসের ব্যানারে মোহিত সুরি পরিচালিত ওই সিনেমায় তৃতীয়বারের মতো বিদ্যা জুটি বাঁধবেন এমরান হাশমির সঙ্গে।

মুম্বাই মিরর জানায়, সিনেমাটিতে একটি দামি হোটেলের ফ্লোরিস্টের ভূমিকায় অভিনয় করবেন বিদ্যা।

‘ঘনচক্কর’ সিনেমার খাতিরে আগেই অতিরিক্ত ওজন কমিয়েছিলেন বিদ্যা। ওই সিনেমায় তিনি একজন পাঞ্জাবি গৃহিণীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে এবারের চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আরও খানিকটা ওজন কমাবেন তিনি।

সিনেমার এক সূত্র সংবাদমাধ্যমটিকে জানায়, নির্মাতারা বিদ্যাকে ডায়েট করতে বলেননি। তবে বিদ্যা জানেন যে, চরিত্রটির জন্য নিজেকে মানাতে হলে তাকে আরও আকর্ষণীয় ফিগারের অধিকারী হতে হবে। তিনি দারুণ এক পেশাদার অভিনেত্রী। তিনি জানেন চরিত্রের চাহিদা অনুযায়ী তাকে কী করতে হবে। তাই তিনি শুটিংয়ের আগেই ওজন কমানোর জন্য ডায়েট শুরু করেছেন।

তবে বিদ্যার সমালোচকরা পিছু ছাড়নে নি। তারা জানাচ্ছেন ইমরান হাশমির অনুরোধেই নাকি তিনি ওজন কমাচ্ছেন। মানানোর একটা ব্যাপার আছে না?

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top