এবার ফিগার সচেতন হয়ে উঠেছেন একাধীকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী পপি। তিনি মনে করছেন অতিরিক্ত মুটিয়ে যাওয়ার কারণেই তার হাতে নতুন ছবি আসছে না। আর তাই অপু বিশ্বাসের মতো একটা ভালো প্রত্যাবর্তন চাইছেন তিনি।জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বেকার সময় পাড় করছেন জনপ্রিয় এ অভিনেত্রী। হাতে নতুন কোন ছবির কাজ নেই। মাঝে মধ্যে দু’একটি টেলিফিল্মে তাকে দেখা গেলেও তা দিয়ে তিনি আলোচনায় আসতে পারছেন না। আর তাই শাবনূরের পরিনতির কথা মাথায় রেখে এখন থেকেই ফিগারের দিকে নজর দিচ্ছেন তিনি।
সূত্র মতে, কারিনার মতো জিড়ো ফিগারের দিকে ছুটছেন পপি। এজন্য নিয়মিত রুটিন করে ঘুমুতে যাচ্ছেন, ঘুম থেকে উঠছেন। এছাড়া ডায়েট, ব্যায়ামও করছেন নিয়মিত। পপি চাইছেন আগামী তিন মাসের মধ্যেই নতুন করে ফিরে আসতে।
একটি মন্তব্য পোস্ট করুন