রাস্তার পাশে দেয়ালে লেখা থাকে ‘এখানে প্রস্রাব করিবেন না, করিলে এত টাকা জরিমানা’ কিন্তু যাদের রাস্তায় মূত্র ত্যাগের অভ্যাস তাদের ঠেকানো কঠিন! কিন্তু আইনের প্রয়োগে যে এটা বন্ধ করা যায়, তার প্রমাণ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের একটি গ্রামের কর্তৃপক্ষ। গত গ্রীষ্মে প্রকাশ্যে প্রস্রাবের দায়ে পাঁচ হাজার ডলারের বেশি (প্রায় চার লাখ টাকা) জরিমানা আদায় করা হয়েছে!
ওহিও অঙ্গরাজ্যের স্যানডিস্কাইয়ের পুট-ইন-বেন কর্তৃপক্ষ জানিয়েছে, গত গ্রীষ্মে প্রকাশ্যে প্রস্রাবের দায়ে ৫ হাজার ২৮০ মার্কিন ডলার জরিমানা আদায় করা হয়েছে। দুইজন নারীসহ ৩০জনকে জরিমানা করা হয়েছে। জনপ্রতি জরিমানা ৮০ ডলার থেকে ১৫০ ডলার। এর সঙ্গে আদালত ফি ৮০ ডলার ধার্য করা হয়েছে। পুলিশের মুখপাত্র ডন ড্রেস জানিয়েছেন, ওই এলাকায় গণশৌচাগার থাকলেও অনেকে সেখানে যায় না। রাস্তায় প্রকাশ্যে প্রস্রাব করে দুর্গন্ধের সৃষ্টি করে। বারবার সতর্ক করা হলেও কেউ কেউ শোনেনি। ফলে বাধ্য হয়েই জরিমানা আদায়ে কঠোরতা অবলম্বন করা হয়েছে। - ডেইলি জার্নাল
একটি মন্তব্য পোস্ট করুন