তথ্য প্রযুক্তির যুগে যেখানে মানুষ এগিয়ে যাচ্ছে সেখানে ভূত কেন পিছিয়ে থাকবে! তবে কি ভূতও তথ্য প্রযুক্তির সেবা ব্যবহার করা শুরু করে দিয়েছে? চিঠি পাঠাতে ব্যবহার করছে মেইল বক্স!!এমনি এক ঘটনা ঘটেছে বার্কশায়ার থেমস নদীর অপরের একটা ব্রিজের নিচে। ব্যস্ততম ব্রিজের নিচে অথই পানি। আর সেখানেই একরাতের মধ্যে কোত্থেকে কে খুলে দিয়েছে রাজকীয় সেই মেইল বক্স!
চারদিকে কঠোর নিরাপত্তা বলয়। অথচ নিরাপত্তাকর্মীরা কেউই জানে না কে, কখন এটা বসিয়েছে। ব্রিটেনের ‘রয়্যাল মেইল বক্স’গুলোতে এমনিতেই যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
সেখানকার লোকজনই ডাক বিভাগে খবর পাঠায় ব্রিজের নিচে একটি রাজকীয় মেইল বক্স খোলা রয়েছে। এমন অদ্ভুত খবরের সঙ্গে লোকেরা ছবিসহ ডাক বিভাগে জানায়। ঘটনাস্থলে এসে রীতিমত ভিমড়ি খাওয়ার যোগার ডাক বিভাগেরকর্মীদের। তারা সাফ জানাল এটা আমরা খুলিনি।
নিরাপত্তা বিভাগের লোকজনও নিশ্চিত করল তারাও কিছু জানে না। এদিকে ব্রিজের ওপর দিয়ে নিয়মিত যাতায়াতকারীরা জানান, একরাতেই এই ভূতুড়ে মেইল বক্স খোলা হয়েছে। তবে কি ভূতের প্রয়োজনে ভূতই খুলেছে মেইল বক্সটি!
একটি মন্তব্য পোস্ট করুন