পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার ষষ্ঠ শ্রেণীর একটি বিজ্ঞান পাঠ্যবই নিষিদ্ধ ঘোষণা করেছে। এলিট স্কুল বলে চিহ্নিত স্কুলগুলোর জন্য লিখিত ওই বইতে যৌনতাকে উসকে দেয়ার মতো বিষয় বস্তু থাকায় কর্তৃপক্ষ সেটি নিষিদ্ধ ঘোষণা করেছেন। অভিভাবকদের কাছ থেকে আপত্তি আসার পর লাহোর গ্রামার স্কুলে ব্যবহৃত বিজ্ঞান বইটি নিষিদ্ধ করা হয়। প্রাদেশিক শিক্ষামন্ত্রী রানা মাসহুদ আহসাদ বলেছেন, শিক্ষার্থীদের বাবা মায়ের কাছ থেকে আপত্তি জানিয়ে অভিযোগ আসার পরই আমরা এটি নিষিদ্ধ করেছি। তিনি বলেছেন, বইটিতে আসলেই যৌনতা উসকে দেয়ার মতো বেশ কিছু বিষয় ছিল। এগুলো কোনভাবেই মেনে নেয়ার মতো নয়। আমরা কাউকে আমাদের শিশুদের এমন কিছু শেখাতে দেবো না, যা আমাদের সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় বিশ্বাসের পরিপন্থি হয়। তিনি বলেছেন, পাঠ্যপুস্তকে কেন এ ধরনের আপত্তিকর বিষয় সংযোজন করা হয়েছিল তা তদন্ত করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন