GuidePedia

0
মোবাইলে ইন্টারনেট সেবা চালু না করেই ইন্টারনেটে তথ্য খুঁজতে পারবেন এয়ারটেল গ্রাহকরা। এজন্য এয়ারটেল চালু করেছে ‘ইন্টারনেট সার্চ’ সেবা।

এয়ারটেল গ্রাহকরা মোবাইল থেকে  এসএমএস এর মাধ্যমেই ইন্টারনেট সার্চ করতে পারবেন। ফলে যাদের স্মার্টফোন বা ডাটা এনাবল্ড হ্যান্ডসেট নেই তারা সহজেই ইন্টারনেট থেকে তথ্য খুঁজে পাবেন।

সেবাটি চালু করার জন্য গ্রাহককে  START SEARCH লিখে ২৬৩০০ নম্বরে পাঠিয়ে দিতে হবে। আর সেবাটি বন্ধ করার জন্য “STOP SEARCH” লিখে পাঠিয়ে দিতে হবে একই নম্বরে। প্রয়োজনীয় তথ্য ইন্টারনেট থেকে পাওয়ার জন্য গ্রাহককে কিওয়ার্ড বা প্রশ্নটি লিখে এসএমএস করতে হবে ২৬৩০০ নম্বরে। তখন প্রয়োজনীয় তথ্যটি ইন্টারনেট থেকে এসএমএস-এর মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে।

দৈনিক ২ টাকা সাবস্ক্রিপশন চার্জের বিপরীতে ২৫টি ফ্রি ইন্টারনেট সার্চের কোটা পাবেন গ্রাহক। এছাড়া প্রতিটি ব্যবহারের জন্য ০.৫ টাকা হারে পে পার ইউজ এ সাবস্ক্রাইব করতে পারেন গ্রাহক।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top