GuidePedia

0
পাকিস্তানের এক নারী তার স্ত্রী পরিচয়টাকে মুছে ফেলে স্বামী হতে চলেছেন। আর সে জন্য মনের মতো একজন জীবন-সঙ্গিনী খুঁজে বেড়াচ্ছেন তিনি। নাগিনা আকরাম নামটি পরিবর্তন করে নাম রেখেছেন উসমান আকরাম। প্রবাসী খালিদের সঙ্গে বিয়ে হয়েছিল নাগিনার। ঘাজিয়াবাদের একটি পরিবারে মেয়ে সন্তান হিসেবেই জন্ম তার। এদিকে বিয়ের ২ বছর পেরিয়ে যাওয়ার পরও সন্তান না হওয়ায় খালিদ স্ত্রী নাগিনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। স্ত্রীর স্বাস্থ্য-পরীক্ষার রিপোর্টে যা বেরিয়ে আসে, তাতে তিনি হতবাক হয়ে যান। নাগিনার শরীরে হরমোনগত পরিবর্তন হচ্ছিল ও ধীরে ধীরে তিনি পুরুষে পরিবর্তিত হচ্ছিলেন বলে জানান চিকিৎসকরা। তার দেহে সার্জারির প্রয়োজনীয়তা দেখা দেয়। একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর নাগিনা একজন পূর্ণাঙ্গ তরুণে পরিণত হন। নাগিনা থেকে নাম পরিবর্তন করে উসমান রাখা হয়। উসমান বলেন, প্রথমদিকে শারীরিক এ পরিবর্তনে বেশ সঙ্কোচ বা লজ্জাবোধ করতে তিনি। কমপক্ষে ৮ মাস ধরে তাকে দাড়ি শেভ করতে হচ্ছে। উসমান তার জাতীয় পরিচয় পত্রে পুরুষ হিসেবে নিজের নতুন পরিচয়টি ব্যবহার করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top