GuidePedia

0
একটি সত্য ঘটনা গল্পের থেকেও রোমাঞ্চকর
আমি এখন রিগ ENSCO-53 তে। হঠাৎ করে ৫ ই ফেব্রুয়ারী দূরে দেখা গেল ছোট্ট একটা সোলার বাক্স ভাসছে তারপর, 
রিগ থেকে পানিতে রেস্কিউ বোট নামল তিনদিন পানিতে ভাসমান হতভাগ্য ভাগ্যবানদের উদ্বারে অভিযানে।

সৌভাগ্যবান ৭ জন জেলে যারা তিনদিন পর্যন্ত পানিতে ভাসমান ছিল।




জোডিয়াকে করে উদ্বারকারী জাহাজ এস কাসিয়াহ এর কাছাকাছি

জোডিয়াক জাহাজের সাথে বেধে ফেলল। মুক্তি অতি নিকটে তিনদিন ভাসার পর।

আহ মুক্তি।

রিগের গ্যালিতে সমুদ্রে তিনদিন কাচা মাছ খাবার পর।

উষ্ণতা ছড়িয়ে পড়ছে পাকস্থলিতে।

একটু উষ্ণতার জন্য

এই সেই সোলার বাক্স যেখানে রোদ, বৃষ্টি, ঝড়, জল উপেক্ষা করে ৭ জন জেলে বেচে ছিল ৩ দিন দক্ষিন চীন সাগরে

দেখুন ভেতরে খালি একটি পানির পাত্র যা গত ৩ দিন ৭ জন মানুষকে কোন রকম বেচে থাকতে সাহায্য করে, দেখুন মাছ ধরার ছিপ যা দিয়ে কিছু মাছ ধরে তিন দিন কাচা মাছ খেয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top