GuidePedia

0
এবার মহাকাশে বিড়াল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। সবকিছু ঠিক থাকলে ২০২০ সাল নাগাদ একটি পার্সিয়ান বিড়ালকে মহাকাশে পাঠাবে তারা।

ইরানের মহাকাশ সংস্থা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।

মূলত ১৯৬০ সালের গোড়ার দিকে মার্কিন ও রাশিয়ানরা মহাকাশে যে বানর ও কুকুর পাঠায়িছিল তারই ধারাবাহিকতায় ইরান বিড়ালটিকে পাঠাবে বলে জানিয়েছে। এর আগে ইরান গত জানুয়ারিতে একটি বানরকে মহাকাশে পাঠিয়েছিল যা  জীবিত অবস্থাতেই পৃথিবীতে পরে ফেরত আসে।

তবে অনেকেই বলেছিল যে, ইরান সরকার কেবল দেখানোর জন্য অন্য একটি বানরকে সংবাদ সম্মেলনে হাজির করেছিল। আসল বানরটি আসলে মহাকাশেই মারা গেছে।

এদিকে মহাকাশে বিড়াল পাঠানোর সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেছে বিভিন্ন প্রাণীধিকার রক্ষা সংগঠন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top