GuidePedia

0
 ইন্টারনেটে মার্কিন সরকারের নজরদারির ঘটনায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির উপর থেকে আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার এই অভিযোগ করলেন খোদ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। জুকেরবার্গের আশঙ্কা, ইন্টারনেটে নজরদারির ঘটনায় মার্কিন গোয়েন্দাদের বিরুদ্ধে সাধারণের যে ক্ষোভ তৈরি হয়েছে এবং তাতে মার্কিন সরকারের যা প্রতিক্রিয়া, তার জেরে বিশ্বের অন্যান্য দেশগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আমেরিকা। সম্প্রতি প্রাক্তন মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন ইন্টারনেটে মার্কিন সরকারের আড়ি পাতার ঘটনা ফাঁস করে দেন। জানা যায়, ফেসবুক, জি-মেলে সাধারণ মানুষের কথোপকথনের উপরে নজর রাখছে সংশ্লিষ্ট প্রশাসন। জুকেরবার্গ অবশ্য তখনই দাবি করেছিলেন, এর সঙ্গে জুকেরবার্গ কোনও ভাবেই জড়িত নন। গোয়েন্দাদের আড়ি পাতার খবর তিনি জানতেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top