আজ গুগলের জন্মদিন!
আজ গুগলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯৭ সালের এই দিনে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে শুরু হয় গুগলের যাত্রা- এরপর আর পেছন ফিরে তাকানোর কোন অবকাশ পায়নি গুগল।১৯৯৬ সালের মার্চ মাসে স্ট্যানফোর্ডের পিএইচডি’র ছাত্র ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন একটি প্রজেক্ট থেকে মূলত এর কাজ শুরু হয়। প্রজেক্টের শিরোনাম ছিল “স্ট্যানফোর্ড ডিজিটাল লাইব্রেরি প্রজেক্ট”- যার উদ্দেশ্য ছিল প্রযুক্তি ব্যবহার করে একটি একক, সমন্বিত বৈশ্বিক লাইব্রেরি তৈরি করা।
ল্যারি ও ব্রিন ১৯৯৫ সালে তাঁদের বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়ে কাজ করতে গিয়ে পরস্পরের বন্ধু হয়ে যান। তো এই দুই বন্ধু মিলে ওয়ার্লড ওয়াইড ওয়েবের গাণিতিক বিষয়গুলো একটা বিশাল ছকে ফেলে কাজ করতে থাকেন। এরপর তারা স্ট্যানফোর্ডের হোমপেজ থেকে আস্তে আস্তে কাজ করতে করতে একটি “পেইজ র্যাঙ্ক” এলগরিদম তৈরি করেন। এই এলগরিদমের কাজ ছিল, যে জিনিসটি ওয়েবে খোঁজা হচ্ছে তার সাথে সবচেয়ে সম্পর্কযুক্ত ও গুরুত্বপূর্ণ লিংক ও ওয়েবসাইটটিকে খুঁজে বের করা এবং গুরুত্বের ক্রমানুসারে সেগুলোকে সাজান। যে কাজ গুগল এখনও করে- আমাদের “সার্চ” দেওয়া শব্দগুলো খুব দ্রুত এলগরিদমের মাধ্যমে বিশ্লেষণ করে আমাদের জন্য প্রয়োজনীয় তথ্য এনে দেয়। এভাবেই একটি প্রজেক্টের মাধ্যমে জন্ম হয় গুগলের।
গুগল স্ট্যানফোর্ডের একটি ওয়েবপেইজ হিসেবেই ছিল আগে, এরপর ১৯৯৭ সালের সেপ্টেম্বরে গুগল google.com হিসেবে নিবন্ধিত হয় ও পরের বছর সেপ্টেম্বরে গুগল বাণিজ্যিকভাবে এর কাজ শুরু করে।
আজ জন্মদিন উপলক্ষে গুগল করেছে বিশেষ আয়োজন। গুগল-ডুডলে আজ থাকছে জন্মদিনের কার্টুন ও এনিমেটেড গেইম খেলার ব্যবস্থা। এই গেইম খেলে চকলেট সংগ্রহ করতে হয়। আর বিশাল এলাকা জুড়ে নিজেদের অফিস থাকা স্বত্তেও গুগলের অভিভাবক ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন আজ ফিরে গেছেন তাঁদের ছাত্রাবস্থার কর্মস্থল সেই ছোট্ট গ্যারেজটিতে যেখানে জন্ম হয়েছিল এক যুগান্তকারী সার্চ ইঞ্জিনের। গতরাত ১২টার পরই এই গ্যারেজটি গণমাধ্যম কর্মী ও জনসাধারণের জন্যও উন্মুক্ত করে দেওয়া হয়।
আজ গুগলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯৭ সালের এই দিনে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে শুরু হয় গুগলের যাত্রা- এরপর আর পেছন ফিরে তাকানোর কোন অবকাশ পায়নি গুগল।১৯৯৬ সালের মার্চ মাসে স্ট্যানফোর্ডের পিএইচডি’র ছাত্র ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন একটি প্রজেক্ট থেকে মূলত এর কাজ শুরু হয়। প্রজেক্টের শিরোনাম ছিল “স্ট্যানফোর্ড ডিজিটাল লাইব্রেরি প্রজেক্ট”- যার উদ্দেশ্য ছিল প্রযুক্তি ব্যবহার করে একটি একক, সমন্বিত বৈশ্বিক লাইব্রেরি তৈরি করা।
ল্যারি ও ব্রিন ১৯৯৫ সালে তাঁদের বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়ে কাজ করতে গিয়ে পরস্পরের বন্ধু হয়ে যান। তো এই দুই বন্ধু মিলে ওয়ার্লড ওয়াইড ওয়েবের গাণিতিক বিষয়গুলো একটা বিশাল ছকে ফেলে কাজ করতে থাকেন। এরপর তারা স্ট্যানফোর্ডের হোমপেজ থেকে আস্তে আস্তে কাজ করতে করতে একটি “পেইজ র্যাঙ্ক” এলগরিদম তৈরি করেন। এই এলগরিদমের কাজ ছিল, যে জিনিসটি ওয়েবে খোঁজা হচ্ছে তার সাথে সবচেয়ে সম্পর্কযুক্ত ও গুরুত্বপূর্ণ লিংক ও ওয়েবসাইটটিকে খুঁজে বের করা এবং গুরুত্বের ক্রমানুসারে সেগুলোকে সাজান। যে কাজ গুগল এখনও করে- আমাদের “সার্চ” দেওয়া শব্দগুলো খুব দ্রুত এলগরিদমের মাধ্যমে বিশ্লেষণ করে আমাদের জন্য প্রয়োজনীয় তথ্য এনে দেয়। এভাবেই একটি প্রজেক্টের মাধ্যমে জন্ম হয় গুগলের।
গুগল স্ট্যানফোর্ডের একটি ওয়েবপেইজ হিসেবেই ছিল আগে, এরপর ১৯৯৭ সালের সেপ্টেম্বরে গুগল google.com হিসেবে নিবন্ধিত হয় ও পরের বছর সেপ্টেম্বরে গুগল বাণিজ্যিকভাবে এর কাজ শুরু করে।
আজ জন্মদিন উপলক্ষে গুগল করেছে বিশেষ আয়োজন। গুগল-ডুডলে আজ থাকছে জন্মদিনের কার্টুন ও এনিমেটেড গেইম খেলার ব্যবস্থা। এই গেইম খেলে চকলেট সংগ্রহ করতে হয়। আর বিশাল এলাকা জুড়ে নিজেদের অফিস থাকা স্বত্তেও গুগলের অভিভাবক ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন আজ ফিরে গেছেন তাঁদের ছাত্রাবস্থার কর্মস্থল সেই ছোট্ট গ্যারেজটিতে যেখানে জন্ম হয়েছিল এক যুগান্তকারী সার্চ ইঞ্জিনের। গতরাত ১২টার পরই এই গ্যারেজটি গণমাধ্যম কর্মী ও জনসাধারণের জন্যও উন্মুক্ত করে দেওয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন