ভারতে জঙ্গীবাদ, সন্ত্রাসের চেয়ে প্রেম ও অবৈধ যৌন সম্পর্ককেই সবচেয়ে বড় সমস্যা বলে চিহ্নিত করেছেন দেশটির অপরাধ বিশেষজ্ঞরা।দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো প্রকাশিত তথ্যে দেখা যায়, গত বছর ভারতে মোট ২ হাজার ৫৪৯টি হত্যাকাণ্ড ঘটেছে প্রেমঘটিত ও যৌনতার জেরে।
শুধুমাত্র প্রেমঘটিত ও যৌনতার কারণে গত বছর হত্যাকাণ্ড ঘটেছে- অন্ধ্র প্রদেশে ৪৪৫টি, উত্তর প্রদেশে ৩২৫টি, মহারাষ্ট্রে ২৫৪টি, পাঞ্জাবে ৮৩টি, জম্মু ও কাশ্মীরে ১১টি, হীমাচলে ১০ ও নাগাল্যান্ডে ২টি। এছাড়া গুজরাটে ১১৬জন এবং রাজধানী দিল্লীতে যৌনতার বলি হিয়েছে ৫৪টি।
শুধুমাত্র প্রেমঘটিত ও যৌনতার কারণে গত বছর হত্যাকাণ্ড ঘটেছে- অন্ধ্র প্রদেশে ৪৪৫টি, উত্তর প্রদেশে ৩২৫টি, মহারাষ্ট্রে ২৫৪টি, পাঞ্জাবে ৮৩টি, জম্মু ও কাশ্মীরে ১১টি, হীমাচলে ১০ ও নাগাল্যান্ডে ২টি। এছাড়া গুজরাটে ১১৬জন এবং রাজধানী দিল্লীতে যৌনতার বলি হিয়েছে ৫৪টি।
একটি মন্তব্য পোস্ট করুন