জন্মেছিলেন মেয়ে হয়ে কিন্তু শখ ছিল পুরুষ হবার তাইতো জেন্ডার পরিবর্তন করে পুরুষ হন তিনি। তবে জড়ায়ু রেখে দেন কারণ, মার্তৃত্বের স্বাধ নিতে চাইছিলেন তিনি। হ্যাঁ পাঠক এটা রূপকথার কোন গল্প নয়। ঘটনা বাস্তবের। এই মানুষটি বাস করেন জার্মানিতে। সম্প্রতি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। খবর ডেইলি মেইলের
এর ফলে ইউরোপের প্রথম ট্রান্সজেন্ডার মা হিসেবে স্বীকৃতি পেয়েছেন জার্মানির এই ব্যক্তি। নিজ গর্ভের সন্তান তাকে বাবা বলে ডাকলেও ঐ সন্তানের বায়োলজিক্যাল মা কিন্তু তিনি নিজেই।
বিজ্ঞানের আবিষ্কার যে কোন কল্প কাহিনীকেও হার মানায় সেটাই দেখা গেল এবার বাস্তবে। ট্রান্সজেন্ডার মা হিসেবে জার্মানির এই ব্যক্তি ইউরোপে প্রথম হলেও বিশ্বের প্রথম ঘটনা এটি নয়। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের থমাস বিয়েটিক নামের এক ব্যক্তি একই প্রক্রিয়ায় তিন সন্তানের জন্ম দেন। থমাসের ছবিও দেয়া হল ঢাকাটাইমস পাঠকদের জন্য।
জার্মানির এই ব্যক্তি অবশ্য একজনের কাছ থেকে স্পাম (বীর্য) দত্তক নেন। তার পেট দেখলে মনে হত তিনি পেটের কোন অসুখে ভুগছেন। কেউ গর্ভবতী ভেবে তাকে ভুল করত। কিন্তু অনেকেই বুঝতনা যে আসলেই তিনি গর্ভবতী। এ বছরের মার্চে এই ব্যক্তি তার ছেলে সন্তানের জন্ম দেন।
তবে সন্তান জন্মদানের জন্য হাসপাতালে যাবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এই জার্মান ব্যক্তি। কারণ আর কিছুই নয়, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হিস্টোরিতে তাকে লিঙ্গ নির্ধারণ করেছিল মেয়ে বলে।
একটি মন্তব্য পোস্ট করুন