গাছের লতায় ধরবে টমেটো, শেকড়ে আলু। ধরেছেও, দেখা যাচ্ছে ছবিতে। নাম দেয়া হয়েছে টমটেটো, ব্রিটেন এখন এটির বানিজ্যিক উৎপাদনে যেতে প্রস্তুত।
রয়েল হরটিকালচার সোসাইটি'র পক্ষ থেকে গাই বারটার বলেছেন, "আমরা 'রিয়েল ইন্টারেস্ট' নিয়ে আমরা এর ফলাফলের দিকে তাকিয়ে ছিলাম।"
স্রেফ গ্রাফটিং-এর মাধ্যমে এই জোড়-ফসল ফলানো সম্ভব হয়েছে বলে জানান বারটার, যিনি একই সাথে বিবিসি'র গার্ডেনার্স ওয়ার্ল্ড-এ একজন কন্ট্রিবিউটর। তিনি জানালেন, অনেক আগেই তারা গাছটির ব্যাপারে সফল হয়েছিলেন। তবে টমেটো, আলু-কোনটারই স্বাদ ভালো ছিল না। এখন আর সেই সীমাবদ্ধতা নেই।
এক গাছে আলু টমাটোর এই জোড়কে ব্রিটেনে বলা হচ্ছে, 'ভেজ প্লট, ইন অ্যা পট।'
দেখা যাক, বাজারে এলে কী ঘটে।
রয়েল হরটিকালচার সোসাইটি'র পক্ষ থেকে গাই বারটার বলেছেন, "আমরা 'রিয়েল ইন্টারেস্ট' নিয়ে আমরা এর ফলাফলের দিকে তাকিয়ে ছিলাম।"
স্রেফ গ্রাফটিং-এর মাধ্যমে এই জোড়-ফসল ফলানো সম্ভব হয়েছে বলে জানান বারটার, যিনি একই সাথে বিবিসি'র গার্ডেনার্স ওয়ার্ল্ড-এ একজন কন্ট্রিবিউটর। তিনি জানালেন, অনেক আগেই তারা গাছটির ব্যাপারে সফল হয়েছিলেন। তবে টমেটো, আলু-কোনটারই স্বাদ ভালো ছিল না। এখন আর সেই সীমাবদ্ধতা নেই।
এক গাছে আলু টমাটোর এই জোড়কে ব্রিটেনে বলা হচ্ছে, 'ভেজ প্লট, ইন অ্যা পট।'
দেখা যাক, বাজারে এলে কী ঘটে।
একটি মন্তব্য পোস্ট করুন