ঢাকা ও চট্টগ্রামে ৩.৫জি চালু করলো দেশের অন্যতম বৃহৎ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। থ্রিজি লাইসেন্স প্রাপ্তদের মোবাইল অপারেটরদের মধ্যে রবিই প্রথম এক সঙ্গে দেশের দু’টি প্রধান নগরীতে এই নেটওয়ার্ক চালু করলো। আজ রবির কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে থ্রিজি সেবা উদ্বোধন করেন টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন। আগামী অক্টোবর থেকে
বাণিজ্যিকভাবে এই সেবা দেয়া শুরু করবে রবি।
তবে গ্রাহকরা চাইলে এখনই থ্রিজি সেবা উপভোগ করায় যায় এমন হ্যান্ডসেট ও ট্যাবলেট নিযে ঢাকার গুলশান ও চট্টগ্রামের মুরাদপুর ওয়াক-ইন সেন্টারে রবি’র ৩.৫ জি সেবা ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন। গত ৮ই সেপ্টেম্বর বিটিআরসি আয়োজিত তৃতীয় প্রজন্মের (থ্রিজি) তরঙ্গ নিলাম থেকে রবি আজিয়াটা লিমিটেড ৫ মেগাহার্টজ স্পেকট্রাম কিনে। এরপরই এ কোম্পানীটি থ্রিজির চেয়েও বেশি ৩.৫জি সেবা দেয়ার ঘোষণা দেয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মাহতাব উদ্দিন আহমেদ, রবি’র মার্কেট অফিসার (সিএমও) প্রদীপ শ্রীবাস্তব, চিফ টেকনোলজি অফিসার একেএম মোরশেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট তালাত কামাল প্রমুখ।
বাণিজ্যিকভাবে এই সেবা দেয়া শুরু করবে রবি।
তবে গ্রাহকরা চাইলে এখনই থ্রিজি সেবা উপভোগ করায় যায় এমন হ্যান্ডসেট ও ট্যাবলেট নিযে ঢাকার গুলশান ও চট্টগ্রামের মুরাদপুর ওয়াক-ইন সেন্টারে রবি’র ৩.৫ জি সেবা ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন। গত ৮ই সেপ্টেম্বর বিটিআরসি আয়োজিত তৃতীয় প্রজন্মের (থ্রিজি) তরঙ্গ নিলাম থেকে রবি আজিয়াটা লিমিটেড ৫ মেগাহার্টজ স্পেকট্রাম কিনে। এরপরই এ কোম্পানীটি থ্রিজির চেয়েও বেশি ৩.৫জি সেবা দেয়ার ঘোষণা দেয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মাহতাব উদ্দিন আহমেদ, রবি’র মার্কেট অফিসার (সিএমও) প্রদীপ শ্রীবাস্তব, চিফ টেকনোলজি অফিসার একেএম মোরশেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট তালাত কামাল প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন