এক যুবক কোন এক মহিলাকে ফুসলিয়ে তার সাথে অবৈধ কাজের জন্য রাজী করে ফেলল।
তাকে নিয়ে ঘরে প্রবেশ করে যুবকটি বললঃ ঘরের সকল দরজা-জানালা বন্ধ করে দাও।
মহিলাটি বললঃ ঘরের সকল দরজা বন্ধ করে দিয়েছি। কিন্তু একটি দরজা খোলা রয়েছে।
যুবকটি বললঃ তাও বন্ধ করে দাও।
মহিলাটি বললঃ আমি তা বন্ধ করার ক্ষমতা রাখি না।
যবুকটি বললঃ আমাকে সেই দরজাটি দেখিয়ে দাও। আমি তা বন্ধ করে দেই। মহিলাটি আকাশের দিকে ইংগিত করে বললঃ আকাশের দরজা বন্ধ করে দাও। সে ভীত সন্ত্রস্ত হয়ে বললঃ আমিও তো তা বন্ধ করার ক্ষমতা রাখি না।
মহিলাটির কথা শুনে আল্লাহর ভয়ে যুবকের শরীরে কাঁপন সৃষ্টি হল এবং সে গুনাহএর কাজে লিপ্ত হওয়ার বাসনা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করল।
একটি মন্তব্য পোস্ট করুন