GuidePedia

0
বিস্মিত মা গেইনর রিজেপকা বললেন,আমি পেটে চাপ দিলাম এবং সে বেরিয়ে এল। টয়লেটে ঢুকে যাওয়ার আগেই তাকে ধরে ফেললাম।
মা বাবার বাথরুমের ফ্লোরে  জন্ম নেয়ার আগ পর্যন্ত সুপারমার্কেট কর্মীর কোন ধারণাই ছিল না যে সে অন্তসত্ত্বা।

নবজাতক  অলি জেমসের আবির্ভাব ছিল গেইনর রিজেপকা(২৫)এর কাছে সম্পূর্ণ আশ্চর্যের বিষয়। তিনি যে নয় মাসের অন্তস্বত্ত্বা সে ব্যাপরে তার কোন ধারণাই ছিল না।
পাঁচ মাসের গর্ভকালে তিনি অর্ধেক ম্যারাথন সম্পন্ন করেন কোন সমস্যা ছাড়াই। প্রসবের আগে তিনি ১০ ঘণ্টার শিফ্টে সুপার মার্কেটে দায়িত্ব পালন করেন।
এরপর বাসায় ফিরে  ৬ পাউন্ড ৫ আউন্সের ওলি জেমসকে প্রসব করেন। দিনটি ছিল ১৬ ফেব্রুয়ারি।
সাউথ ওয়েলসের কাউব্রিজে ফিলকো সুপার মার্কেটে কাজ করতেন তিনি। ঐ দিন রাত একটার দিকে  পেটে ব্যথা অনুভব করেন তিনি।
ভোর রাত ৫টা ২০ মিনিটে  পেটে  প্রচণ্ড ব্যথা হলে তিনি আবার টয়লেটে যান। এবার পেটে চাপ দিলে সে বেরিয়ে আসে এবং  টয়লেটে পড়ে যাওয়ার আগেই আমি ওকে ধরে ফেলি।
গেইনর বলেন,অন্তস্বত্ত্বা হওয়ার কোন লক্ষণই আমার ছিল। আমার  মাসিকও নিয়মিত হচ্ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top