পৃথিবীতে কত অভূত বিষয়গুলো নিয়েই না বিশ্বরেকর্ড হয়ে খাকে। কিন্তু তাই বলে যৌন মিলন নিয়েও বিশ্বরেকর্ড! হ্যা পাঠক, যৌন মিলন নিয়েও রয়েছে কিছু বিশ্বরেকর্ড। কি আবাক হচ্ছেন? আবাক না হয়ে তাহলে জেনে নিন যৌন মিলন নিয়ে কিছু মজার তথ্য ও বিশ্বরেকর্ড সমূহ:-

১. গ্রীসের মানুষ বিশ্বের মধ্যে যৌনমিলনে বিশ্বরেকর্ড ধারী । এরা বছরে গড়ে ১৬৪ বার যৌনমিলন করে থাকে । যেখানে বিশ্বের গড় হচ্ছে মাত্র ১০৩ বার।
২. অনেক যৌন বিশেষজ্ঞ চামড়াকে বা স্কিন কে সবচেয়ে বড় যৌনাঙ্গ এবং মস্তিস্ককে সবচেয়ে শক্তিশালী যৌনাঙ্গ বলে থাকেন।
৩. পুরুষের বীর্যপাতের গড় বেগ ২৮ মাইল/ঘণ্টা
৪. একজন মহিলার সবচে বেশি রেকর্ড আছে অরগাজমের এবং তাহল এক ঘণ্টায় ১৩৪ বার।
৫. বিশ্বে প্রায় ২০% মহিলাজীবনে কখনই অরগাজম পায় না । এমনকি বিখ্যাত সেক্স আইডল মেরিলিন মনরো জীবনে কখনও অরগাজম পাননি তার অনেক প্রেমিক থাকা সত্ত্বেও।
৬. একজন নারী তার মাসিকের সময় সবচেয়ে শক্তিশালী অরগাজগুলো পেতে পারেন । কারন এই সময় তার যৌনাঙ্গে রক্তের পরিমান সবচেয়ে বেশি থাকে।
৭. একজন মেয়ে যে যৌনাঙ্গ নিয়ে সন্তুষ্ট সে একজন অসন্তুষ্ট মেয়ের চেয়ে ছয়গুন বেশি সেক্সুয়ালি আনন্দ পায়।
৮. বড় স্তন হলেই মেয়ে বেশি যৌনাবেদনময়ী, কথাটা ঠিক নয়।
৯. একজন পুরুষ তার সারা জীবনে ১-২ ট্রিলিয়ন শুক্রানু নির্গত করে থাকে।
১০. একজন পুরুষ প্রতিবারে ১-২ চা চামচ বীর্য নির্গত করে।
১১. একজন সক্ষম পুরুষ সারাজীবনে ১৪ গ্যালন বীর্য নির্গত করে থাকে।
১২. প্রথম যৌনমিলনকারী প্রানী হচ্ছে Funisia dorothea। এরা ৩০ মিলিওন বছর আগে বাস করত।
১৩. যেসব পুরুষ গৃহকর্মে অংশ নেয় তারা সেক্স বেশি করে।
১৪. Lisa Sparxx নামে একজন পর্ণ স্টার ২৪ ঘণ্টায় ৯১৯ জন পুরুষের সাথে সেক্স করে বিশ্বরেকর্ড করেন। সূএ: ওয়েবসাইট
একটি মন্তব্য পোস্ট করুন