জন্মের সময় জেক গ্লাডস্টোনের মস্তিষ্ক অর্ধেকই ছিল না। কিন্তু চার বছরের শিশুটি ডাক্তারদের বিস্মিত করে এখন দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে।

এটাকে ছোটখাট অলেৌকিক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। দ্য সানডে পিপল পত্রিকার লুসি লাইয়িং এই বিস্ময় বালকের সঙ্গে দেখা করেছেন। বিশেষজ্ঞদের সব আশঙ্কা অমূলক প্রমান করে শিশুটি এখন হাঁটছে,কথা বলছে এবং দৌড়াচ্ছে।
বাগানে যেভাবে শিশুটি দৌড়াদৌড়ি করে তাতে আদৌ বোঝার উপায় নাই যে তার কোন সমস্যা আছে। কিন্তু এই ছোট্ট বালকটি চিকিৎসকদের সব আশঙ্কা উপেক্ষা করেছেন।
ছয় মাস বয়সে তার সমস্যা ধরা পড়ে। ডাক্তার তার মা-বাবাকে জানিয়েছিলেন,এই বাচ্চা কখনও কথা বলতে বা হাঁটতে পারবে না। এক বছর পরই সে হাঁটার চেষ্টা করে এবং কিছু দিন পর বেশ কিছু শব্দ বলতে পারে। মা সারাহ এ সম্পর্কে বলেন,এটা ছিল সম্পূর্ণ অবিশ্বাস্য ঘটনা।
আমরা তার মাথার এক্সরে করে দেখলাম,তার মস্তিষ্কের অর্ধেক মরে গেছে।
কিন্তু তার শক্তিসামর্থ্যে কোন কমতি নেই। সমবয়সী অন্য বাচ্চাদের মতোই সে খেলতেও পারে। ব্রিটেনের এই শিশুকে বলা হচ্ছে ছোট্ট মিরাকল বা অলৌকিক ঘটনা।
একটি মন্তব্য পোস্ট করুন