
ভারতের সাধারণ বির্নাচনে (লোকসভা) অরুনাচল প্রদেশে মাত্র দুইজন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র করা হয়েছে। প্রদেশটির হায়ুলিং বিভাগের আনজাউ জেলার মালোগাঁও গ্রামে এ ভোটকেন্দ্রটির অবস্থান। এ ছাড়া ভারতের উত্তরে অবিস্থিত এ প্রদেশটিতে ১০ জনের কম ভোটার রয়েছেন এমন ভোটকেন্দ্র আছে ৮টি। ২০ জনের কম ভোটার আছে ২০টি কেন্দ্রে, ৫০ জনের কম ভোটার আছে ১০৫টি কেন্দ্রে। দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে শনিবার এমন তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এ প্রদেশে ভোট গ্রহণের জন্য গড়ে তোলা ‘সি সেক্টরে’ ইতানগর নামক একটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ ভোটার রয়েছেন, যার সংখ্যা ১ হাজার ৬ শ ৫০ জন। প্রদেশের মোট ভোটার ৭ লাখ ৫৩ হাজার ১৭০ জন। এ প্রদেশের মোট ২ হাজার ১৫৮ ভোটকেন্দ্রের মধ্যে ৬৬৪টি কেন্দ্রই দুর্গম এলাকায়, যেখানে ভোটার সংখ্যাও খুব কম। লোকসভার ৬০ জন আইনপ্রণেতা অরুনাচল প্রদেশ থেকে নির্বাচিত হবেন। ৯ এপ্রিল ওই প্রদেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ৭ থেকে ১২ এপ্রিল ভারতের ১৬তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
একটি মন্তব্য পোস্ট করুন