কম্পিউটারের গতি বাড়াতে চান? অনেক উপায়েই তো চেষ্টা করেছেন। তবে আজ এমন এক পদ্ধতির কথা বলব, যা আপনাকে সত্যিই অবাক করবে।

কম্পিউটারের গতি বাড়াবে হীরা। কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু গবেষকরা এমন দাবিই করেছেন।
গবেষকরা তৈরি করছেন নতুন এক স্পিনট্রনিকস (Spintronics)। যার মাধ্যমে কম্পিউটার হবে আরও দ্রুত গতির ও শক্তিশালী।
নতুন এই প্রযুক্তির মুখ্য গবেষক ক্রিস হ্যামেল জানান, হীরা শক্ত, স্বচ্ছ, বিদ্যুৎ পরিবাহী, প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে মানানসই। অ্যাসিড প্রতিরোধকারী, বিদ্যুৎ পরিবহনের সময়ে গরম হয়ে ওঠে না এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। হীরার ইলেকট্রনের ঘুর্নণও বদলানো যায়।
তিনি একটি ম্যাগনেটিক রেসোনেন্স মাইক্রোস্কোপে একটি ছোট্ট হিরের টুকরো রেখে ইলেকট্রনের ঘূর্নণের দিক পরিবর্তন করে পরীক্ষা করেছেন।
এই কাজে ব্যবহৃত হীরার তার হবে মাত্র ৪ মাইক্রোমিটার লম্বা ও ২০০ ন্যানোমিটার চওড়া।
একটি মন্তব্য পোস্ট করুন