আগামীতে পৃথিবীর প্রায় ৯৫ শতাংশ এটিএম মেশিনই নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে যাচ্ছে। যা মূলত শুরু হতে যাচ্ছে আগামী ৮ এপ্রিল হতে। তবে তার মানে এই নয় যে, বর্তমানে এটিএম মেশিনগুলো যথেষ্ট পরিমান নিরাপত্তা পায়। সাম্প্রতিক উদাহরণ হিসেবে বলা যায়, গত বছর মেক্সিকোতে খোঁজ পাওয়া এটিএম ম্যালওয়্যার এর কথা। যার মাধ্যমে শুধুমাত্র এক্সটারনাল কীবোর্ড এর মাধ্যমে কোড ইনপুট করলেই চাহিদা অনুসারে অর্থ এটিএম মেশিন থেকে তোলা যেত। এই ম্যালওয়্যার এর নাম দেয়া হয়েছিল ব্যাকডোর.প্লোটাস। আর এরই এক উন্নত সংস্করণের মাধ্যমে এখন শুধুমাত্র একটি এসএমএসের মাধ্যমেই এটিএম মেশিন থেকে টাকা তোলা যাবে।
উন্নত সংস্করণের এই ম্যালওয়্যারের নাম দেয়া হয়েছে ব্যাকডোর.প্লোটাস.বি যা কিনা একটা মোবাইলের মাধ্যমেই কাজ করতে পারে। এক্ষেত্রে মূলত একটি মোবাইলকে এটিএম মেশিনের সাথে কানেক্ট করা হয় ইএসবি টেথারিং দ্বারা। ফলে স্মার্টফোন এটিএম মেশিন থেকে অনবরত চার্জ পেতে থাকে এবং চালু থাকতে পারে। এর পর টাকা তুলতে চাইলেই এটিএম মেশিনের সাথে সংযোগ করা স্মার্টফোনে অর্থের পরিমাণ লিখে একটি এসএমএস পাঠাতে হবে। তাহলে নির্দেশ অনুসারে এটিএম মেশিন সেই পরিমাণ অর্থ প্রদান করে। যেহেতু একবার স্মার্টফোনটি স্থাপন করতে পারলেই সত্যিকার আসামীর এটিএম মেশিনের সামনে যাবার প্রয়োজন নেই তাই এক্ষেত্রে আসামীর ধরা পড়ার সুযোগও কম। অবশ্য প্রথমবার স্মার্টফোন এটিএম মেশিনে স্থাপন করা খুব সহজ বিষয় নয়।
সিম্যান্টেক প্রথম এই ম্যালওয়্যার সম্পর্কে তথ্য প্রকাশ করে। আর এক্ষেত্রে সিম্যান্টেক অপারেটিং সিস্টেমকে উইন্ডোজ ৭ অথবা ৮ এ উন্নত করা কথা বলেছে। তাদের বক্তব্য অনুসারে নতুন এটিএম মেশিনগুলো এ ঝুঁকিতে না থাকলেও যে সকল এটিএম উইন্ডোজ এক্সপি তে চলে তারা এই ম্যালওয়্যার দ্বারা সহজেই আক্রান্ত হতে পারবে। এছাড়া বায়োস লক করার কথাও তারা বলেছে যার ফলে কোন সিডি রম অথবা ইউএসবি ডিভা
একটি মন্তব্য পোস্ট করুন