GuidePedia

0
ঢাকা: সাধারণত অপ্রকাশিত গানগুলো অ্যালবাম আকারে প্রকাশ করে থাকেন শিল্পীরা। পরে সেগুলো মঞ্চে পরিবেশ করেন তারা। কিন্তু আঁখি আলমগীর ঠিক তার উল্টো পথে হাঁটছেন। নতুন গানগুলো আগে তিনি মঞ্চে পরিবেশন করছেন। এরপর যে গানগুলো নিয়ে শ্রোতাদের কাছ থেকে বেশি সাড়া পাচ্ছেন, সেগুলোই কেবল অ্যালবামে অন্তর্ভুক্ত করছেন।

এ প্রসঙ্গে আঁখি বলেন, 'ইতোমধ্যেই বেশকিছু নতুন গান তৈরি করেছি। সেগুলো মঞ্চে নিয়মিত গাইছি। এর মধ্যে থেকে যে গানগুলো শ্রোতারা বেশি পছন্দ করছেন, সেগুলোই নতুন অ্যালবামের জন্য বেছে নিচ্ছি।'

তিনি আরো বলেন, 'সময়ের সঙ্গে শ্রোতাদের রুচিবোধও পরিবর্তন হচ্ছে। তাদের মনের মতো গান না গাইলে, তারা শুনবে কেন! তাই অ্যালবাম প্রকাশের আগে বুঝতে হবে কী ধরনের গান তারা বেশি পছন্দ করেন। তাদের পছন্দের গানগুলো অ্যালবাম আকারে প্রকাশ করলে ফলাফল ভালোই হবে।'

আঁখি তার ক্যারিয়ারের ১৮তম একক অ্যালবামের কাজ ইতোমধ্যেই গুছিয়ে এনেছেন। এর নাম রেখেছেন 'বোকা মন'। এ অ্যালবামে তিনি ভিনদেশি সঙ্গীত পরিচালক বিশ্বরূপ ঘোষের সুর-সঙ্গীতেও গান গেয়েছেন। বাকি গানগুলোর সুর-সঙ্গীত করেছেন শওকত আলী ইমন, জেকে, কিশোর প্রমুখ।

অ্যালবামের জন্য বাছাইকৃত গানগুলোর কথা লিখেছেন মা খোশনুর, শওকত আলী ইমন, জীবন, শহিদ প্রমুখ। মোট ১২টি গান দিয়ে সাজানো হচ্ছে অ্যালবামটি। ইতোমধ্যেই, আঁখি তার এ অ্যালবামের 'বোকা মন' ও 'জোর কা ঝাটকা' গান দুটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ করেছেন। এর ভিডিও পরিচালনা করেছেন কিরণ মেহেদী। যা শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছে।

এ প্রসঙ্গে আঁখি বলেন, 'এ গান দুটির মিউজিক ভিডিও নির্মাণের আগে শ্রোতাদের চাহিদার বিষয়টি বুঝতে চেষ্টা করেছি। গান দুটি মঞ্চে পরিবেশন করার পর বুঝলাম শ্রোতারা দারুণ পছন্দ করেছেন। তারপরই এর ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নেই।' চলতি বছরেই আঁখি তার বাছাইকৃত গানের অ্যালবাম 'বোকা মন' প্রকাশ করবেন বলে জানিয়েছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top