GuidePedia

0
ওয়ালটন পরিবারের ছয় যমজ বোন এবার তাদের ত্রিশতম জন্মদিন পালন করলেন। বিশ্বে এরাই হচ্ছেন বেঁচে থাকা একমাত্র ছয় যমজ সন্তান। জন্মের পর  এ পর্যন্ত বেঁচে থাকা ছয়কন্যা সন্তানের ক্ষেত্রে এটি রীতিমত রেকর্ড। জন্মদিনে ট্যাটু বা উল্কি এঁকে ছয় যমজ দিনটিকে স্মরনীয় করে রাখেন।


 এদের মধ্যে তিনজনের বাগদান হয়েছে। তবে কারো সন্তান হয়নি। জন্মের পর থেকেই তারা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাদের এইব্যতিক্রমী জন্মদিন আইটিভি একটি নতুন প্রামাণ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে পালন করছে।

গ্রাহাম ওয়ালটন তাদের ছয় যমজ সন্তান জন্মের দিনটিকে এখনও বিশেষভাবে স্মরণ  করেন। দিনটিকে গ্রাহাম বোমা ফাটানোর সঙ্গে তুলনা করেন। গ্রাহামের স্ত্রী জেনেটকে ১৬ বছর বয়সেই জানিয়ে দেয়া হয়, স্বাভাবিকভাবে তার সন্তান ধারণের  সম্ভাবনা কম। ঐ সময় এই দম্পতি সন্তান লাভের সম্ভাব্য সকল উপায় খুঁজে হয়রান।

সন্তান দত্তক নেয়ারও চিন্তা করেছিলেন।ছুটি কাটাতে তারা মাল্টা যান। সেখানে দত্তক নিয়ে ভাবেন।ইতোমধ্যে তারা দেশে ফিরে আসতে বাধ্য হন। জেনেট ছয় যমজ সন্তানে গর্ভে ধারণ করেন। এই ঘটনার মধ্য দিয়ে ওয়ালটন রাতারাতি ছয় যমজ সন্তানের পিতা হিসেবে  খ্যাতি লাভ করেন। তারপরের ঘটনা শুধুই ইতিহাস।

১৯৮৩সালের  ১৮ নভেম্বর লিভারপুলে ওয়াল্টন দম্পতির ছয় যমজ সন্তান হান্না,রুথ ,লুসি,কেট,জেনি ও সারাহ জন্মগ্রহণ করেন। মহূর্তের মধ্যে তারা জাতির আগ্রহের কেন্দ্রে চলে আসেন। সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় স্থান পায় তাদের খবর। দ্রুত দেশবাসীর ভালবাসা লাভ করেন তারা। আগামী সপ্তাহে তারা ছয় সন্তান ও মাবাবা আইটিভির প্রামান্যচিত্রে  অংশ গ্রহন করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top