বিনোদন রিপোর্ট.
রাশেদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। বিয়ে করেছিলেন, কিন্তু সেই সংসার টেকেনি। মাকে নিয়েই এখন তার ছোট্ট সংসার। ফেসবুকের মাধ্যমে রাশেদের সঙ্গে পরিচয় হয় অপরাজিতার। সুইডেনের এক পরিবার যুদ্ধের সময় তাকে বাংলাদেশ থেকে দত্তক নিয়েছিল। অপরাজিতা কখনোই বাংলাদেশে আসেনি। রাশেদের সাহায্যে সে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে খুঁজে পায় তার বীরাঙ্গনা মা সুফিয়া খাতুনকে। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা সুফিয়া খাতুন নির্যাতিত হন। মেয়ে অপরাজিতাকে কাছে দেখার সুযোগ পেয়েও তা আর হয়ে ওঠেনি।

এমনই এক চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিতএ নাটকের নাম ‘আলোছায়া’। স্বাধীনতা দিবসে এটি প্রচার হবে এনটিভিতে।নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে দিতি বললেন, ‘মুক্তিযুদ্ধের ওপর নির্মিত অনেক নাটকে আমি অভিনয় করেছি। কিন্তু এ নাটকের গল্পের প্রেক্ষাপট ও উপস্থাপন ভিন্ন। আমার কাছে খুবই ভালো লেগেছে।’
ছোট ও বড় পর্দা দুই মাধ্যমের অভিনেত্রী পারভীন সুলতানা দিতি বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিছুদিন আগে শুটিং শেষ হওয়া অনন্ত জলিল পরিচালিত ছবি ‘মোস্টওয়েলকাম-২’ ছবিতেও অভিনয় তিনি করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন