GuidePedia

0

টেক জায়ান্ট গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক স্কিমডটের বাৎসরিক বেতন ১ কোটি ৯৩ লাখ ইউএস ডলার। ধারণা করুন তো, এই প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতার বেতন কত হতে পারে? বেশ অবাক হওয়ার মতোই তথ্য, বিশ্বের অন্যতম বৃহৎ সার্চ ইঞ্জিনটির সহ-প্রতিষ্ঠাতার বাৎসরিক বেতন মাত্র ১ ডলার!
বার্তা সংস্থা এপির সূত্রে এনডিটিভি জানিয়েছে, গত বছর প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিনকে বেতন দেওয়া হয়েছে ১ ডলার করে।
বিষয়টি সম্পর্কে গুগলের পক্ষ থেকে জানা যায়, এটা তাদের প্রতিষ্ঠানের রীতি, যা এক দশক ধরেই চলে আসছে।
২০১১ সালে প্রতিষ্ঠানটির বর্তমান নির্বাহী চেয়ারম্যান যখন প্রধান নির্বাহী ছিলেন তখন তিনিও ১ ডলার বেতন নিতেন। এরপর নির্বাহী চেয়ারম্যান হিসেবে স্কিমডট ২০১২ সালে বাৎসরিক বেতন নেন ৭৬ লাখ ডলার। ২০১৩ সালে যা এসে দাঁড়ায় ১৯৩ লাখ ডলারে।
বর্তমানে ৫৮ বছর বয়সী স্কিমডটের মোট সম্পত্তির পরিমাণ ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন।
পেজ (৪১) ও ব্রিনের (৪০) সম্পদের পরিমাণ কিন্তু স্কিমডটের চেয়ে কম নয়। গুগল স্টকেই দুজনের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ ২৬ বিলিয়ন ডলার!
মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top