GuidePedia

0
গ্রেডি ছিলেন পৃথিবীর অন্যতম অস্বাভাবিক দুর্লভ তম মানুষদের মধ্যে একজন... অনেকের মতে তাঁর এই অস্বাভাবিকতাই পরিপূর্ণ টেরর এ রুপ পেয়েছিলো তাঁর জান্তব মানসিকতার কারণে...
গ্রেডির ফেমিলি এক শতাব্দীর ও বেশি সময় ধরে একটি অসুখে ভুগছিলো যার কমন নাম ছিলো ''lobster syndrome''... এর ফলে কখনো এক হাত কখনো দুই হাত বা কখনো দুনো হাত ও পায়ের মধ্য আঙ্গুল্টি থাক্তোনা এবং বাকি চার আঙ্গুল জোড়ায় জোড়ায় দুই পাশে ছড়িয়ে কাঁকড়ার হাতের মত হয়ে যেতো!!
grady stiles jr. এর আগে তাঁর বাবা,দাদা এবং বড় দাদার ও একি অসুখ ছিলো... গ্রেডি জন্মগ্রহণ করেন পিটসবারগ এ ১৮ জুলাই ১৯৩৭ সালে... সে তাঁর বাবার সাথেই ভিবিন্ন সার্কাস প্রদর্শনী তে কাজ করেন ছোটকাল থেকেই...
যদিও তাঁর বাবা দাদাদের ও একি সমস্যা ছিলো কিন্তু তা ছিলো শুধুমাত্র হাতে কিন্তু গ্রেডির এই সমস্যা ছিলো হাত এবং পায়ে উভয় জাইগাতেই... সে হাট তে পারতোনা,যার কারণে সে হাত দিয়েই হাটা চলা সকল কাজ করতো যার ফলশ্রুতিতে দেখা যায় সে তাঁর দুই হাতে অস্বাভাবিক শক্তি অর্জন করে!! সে দুইবার বিয়ে করে এবং তাঁর চারটি সন্তান ও হয় ... এদের মধ্যে দুজনের মাঝেও কিছুটা সমস্যা দেখা যায়...
গ্রডির খারাপ দিক ছিল সে অতিরিক্ত পরিমানে মদ পান করতো,এবং মাতাল অবস্তায় তাঁর সন্তান এবং স্ত্রী কে ভয় দেখাতো এবং প্রচুর মার ধোর করতো... কিন্তু একদিন যখন তাঁর এক মেয়ে আরেকজনের সাথে ভালোবেসে বিয়ে করতে যায় সে তা কোনো ভাবেই মেনে নেয়না এবং বিয়ের মাত্র একদিন আগেই ঠাণ্ডা মাথায় তাঁর মেয়েকে খুন করে... কিন্তু সেসময় খুন করার পরেউ তাঁর অস্বাভাবিকতার দোহাই দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় যার ফলে সে হয়ে উঠে আরো ভয়াবহ... সে তাঁর পরিবারের উপর অমানুষিক অত্তাচার চালায়...
এতোকিছুর পর তাঁর ফ্যামিলির আর এমন অত্যাচার সহ্য করা সম্ভব হচ্ছিলো না, তাই তারা একজন গুপ্তঘাতক ভাড়া করে এবং গ্রেডি কে খুন করতে নির্দেশ দেয়... নভেম্বার ২৯,১৯৯৩ সালে গ্রেডি সেই গুপ্তঘাতকের হাতে খুন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top