GuidePedia

0

আনন্দময় সুখী দাম্পত্য জীবন সবাই চায়। কিন্তু পায় ক’জন? তবে যারা ভাবনা চিন্তা করে কিছু বিষয় মেনে চলেন সুখটা তাদের ভাগেই জোটে। যেসব বিষয় মেনে চললে সংসারে সুখ আসতে বাধ্য তেমন দশটি পরামর্শ- বাস্তববাদী হোন। কল্পনায় না ভেসে বাস্তবতা নিয়ে ভাবুন। ফ্যান্টাসি ছেড়ে স্বাভাবিক জীবনে ভালো-মন্দ নিয়ে ভাবুন। নাটক সিনেমার মতো রোমান্টিকতা বাস্তব জীবনে কখনই সম্ভব নয়, কথাটি মনে রাখবেন। রঙিন আবেগের বশে হুট করে কাউকে বিয়ে করবেন না। ব্যক্তিত্ব দেখে বিয়ে করুন। দাম্পত্য জীবনে শরীর কিংবা সৌন্দর্য গৌণ। মনটাই আসল। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। শুধু স্বামী-স্ত্রী মিলে কখনোই সুখী হতে পারবেন না। পছন্দের কাউকে বিয়ে করতে পরিবারের সম্মতি আদায় করুন। বিয়েতে বেশি খরচ করবেন না। পকেটে যা জমিয়েছেন সব বেরিয়ে যাবে। ঋণ করে বিয়ের অনুষ্ঠান করবেন না। পরে সমস্যায় পড়বেন। জীবনসঙ্গীকে বোঝার চেষ্টা করুন। না বুঝে তার ওপর বোঝা চাপাবেন না। বোঝাবুঝি থাকলেই ঝগড়া বিবাদ দূরে পালাবে। জীবনসঙ্গীর দুর্বলতা নিয়ে খোঁচা দেবেন না। তার সীমাবদ্ধতার দিকগুলো চিহ্নিত করে তাকে সেদিক থেকে সমর্থন দিন, বোনাস ভালোবাসা পাবেন। হিসেবি হোন, তবে কঞ্জুস নয়। সঙ্গীকে সময় দিন। মাঝে মধ্যে ছোট খাটো উপহার দিন। ঘরের কাজে পরস্পরকে সহায়তা করুন। সম্পর্ক পুরনো হবে না। ভালোবাসা পাওয়ার কথা চিন্তা না করে দিতে থাকুন, দ্বিগুণ হয়ে ফিরে আসবে। মতবিরোধের ক্ষেত্রে ধৈর্য ধারণ করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top