GuidePedia

0


আইটি : শেষতক ডিজিটাল হচ্ছে কাগজ। আগামী মে মাসে অ৪ আকৃতির এই ‘ডিজিটাল কাগজ’ বাজারে ছাড়তে যাচ্ছে জাপানি ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানি সনি। অনেকটা ট্যাবের মতো দেখতে ডিজটাল এই কাগজের আকার হবে ১৩.৩ ইঞ্চি। দাম পড়বে এক হাজার ১০০ ডলার। যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠেয় টেক শো-তে এটি প্রদর্শন করা হবে।  সনি জানিয়েছে, এই ডিজিটলা কাগজের ওজন হবে ১২.৬ আউন্স। এতে রয়েছে ১২০০ী ১৬০০ পিক্সেলের টাচ স্ক্রিন। টাচ করেই এর লেখা ও অন্যান্য কাজ করা যাবে। পিডিএফ ফর্মেটে হাতেই লেখা যাবে এই ডিজিটাল কাগজে। সাধারণ বৈদ্যুতিক সংযোগ বা ইউএসবি ক্যবলের মাধ্যমে এটি চার্জ দেওয়া যাবে। সেই সাথে এতে থাকছে চার গিগা বাইটের ম্যামোরি কার্ড, এসডি কার্ড, ওয়াই-ফাই সংযোগ সুবিধাসহ আর বেশ কিছু ফিচার। তবে এতে ব্যবহার করা হয়নি কোনো ব্যাকলাইট। সনি’র দাবি ওয়াই-ফাই ব্যবহার করা হলেও একবার চার্জ দিলে টানা তিন সপ্তাহ পর্যন্ত চলবে এই ডিজিটাল কাগজটি। কাগজের লেখা পড়তে ট্যাবের মতো জুম করা লাগবে না এবং স্ক্রল করারও প্রয়োজন হবে না। এই ডিজিটাল কাগজ এখন থেকে অফিস আদালতে কাগজের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারবে। শুরুর দিকে দামটা কিছুটা বেশি মনে হলেও ধীরে ধীরে তা কমানো হবে। আর ফেসবুক মালিক মার্ক জাকারবার্গ যদি এক্ষেত্রে বিলিয়ন ডলার বিনিয়োগের চুড়ান্ত সিদ্ধান্ত নেয় তবে এটি খুব দ্রুত সবার জন্য সহজ লভ্য করা যাবে। 



একটি মন্তব্য পোস্ট করুন

 
Top