GuidePedia
Latest News

0
সানি লিওনের বলিউডে অন্তভূক্তির বিষয়টা ভালো চোখে দেখেন না তাদের হয়তো অনেকের জানা নেই বর্তমান সময়ের জনপ্রিয় অনেক নায়ক-নায়িকাই এক সময় পর্নোগ্রাফিতে সংশ্লিষ্ট ছিলেন। তাদের পরিচিতিই নিম্নে তুলে ধরা হলো:


ক্যামেরন ডায়াজ
হলিউডের এই অভিনেত্রীকে 'বডি বুক' শিরোনামের ছবিতে যে খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন তাতে ওই ছবিকে সফট পর্নো ছবির পর্যায়ে পড়ে। যদিও তিনি এখন হলিউডের স্বনামধন্য অভিনেত্রী তবুও তিনি পর্নো নায়িকাও বটে!


সিলভেস্টার স্ট্যালোন
'র‌্যাম্বো' খ্যাত অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন ১৯৭০ সালে পর্নো ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটির নাম ছিল 'দ্যা পার্টি কিট্টি এন্ড স্টাডস'। ওই ছবির জন্যে তিনি দুই দিন শুটিং করেছিলেন। যেহেতু তিনি তখন নতুন মুখ তাই তাকে পারিশ্রমিক হিসেবে দেয়া হয়েছিল মাত্র দুই শত মার্কিন ডলার।
আরনল্ড শোয়ার্জেনেগার
'টারমিনেটর' করে অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠা হলিউডের অভিনেতা আরনল্ড শোয়ার্জেনেগার সমকামী ম্যাগাজিনের বেশ কিছু ছবির জন্য নগ্ন হয়ে পোজ দিয়েছিলেন। তাকে সেই সূত্রে পর্নো তারকার ক্যাটগিরিতে ফেলছেন পাশ্চাত্য মিডিয়া।


শু কি
যারা অসম্ভব জনপ্রিয় 'দ্যা ট্রান্সপোর্টার' ছবিটি দেখেছেন তারা নিশ্চয়ই অভিনেত্রী শু কি'র নামের সঙ্গে পরিচিত। এই শু কি এক সময় একাধিক পর্নো ছবিতে অভিনয় করেছেন এবং নাম করা পর্নো অভিনেত্রীর তালিকায় প্রথম দিকেই তার নামটি চলে আসে।
সাশা গ্রে
'দ্যা এনটোরেজ' ছবির হিট নায়িকা সাশা গ্রে আসলে প্রখ্যাত পর্নো অভিনেত্রী। হলিউডে নাম লেখানোর পরও 'দ্যা গার্ল ফ্রেন্ড এক্সপেরিয়েন্স' ছবির মতো পর্নো ছবিতে অভিনয় করেছেন তিনি।
জ্যাকি চ্যান
সত্তুর দশকের মাঝামাঝি হলিউডের স্বনামধন্য অভিনেতা জ্যাকি চ্যান পর্নো ছবিতে কাজ করেছেন। 'এন্ডরেসকু' নামের পারিবারিক ঘটনা ভিত্তিক ওই পর্নো ছবিটি হংকংয়ের বাজারে মুক্তি পায়।
প্রিয়া অঞ্জলি রায়
২০০৭ সাল থেকেই পর্নো ছবির পর্দা কাপানো অভিনেত্রী প্রিয়া অঞ্জলি রায়। কিন্তু পরবর্তীতে তাকে দেখা গেছে বলিউডের 'বিয়ন্ড দ্যা ট্রুথ' শিরোনামের একটি হরর বা ভৌতিক ছবিতে। ওই ছবিতে অভিনয়ের পর তিনি বেশ বাহবাও পেয়েছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top